১২ কোটি টাকা ফি: আইনজীবীর বিষয়ে তদন্তের নির্দেশনা চেয়ে রিট
ঊচ্চ আদালত

ভার্চ্যুয়াল কোর্ট পরিচালনায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ সুপ্রিম কোর্টের

ভার্চ্যুয়াল কোর্ট পরিচালনা যাতে বাধাগ্রস্ত না হয় এর জন্য সুপ্রিম কোর্টে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ভার্চ্যুয়াল বেঞ্চ রোববার (৪ অক্টোবর) এ আদেশ দেন।

গণপূর্ত মন্ত্রণালয়ের ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, গত ১ অক্টোবর (বৃহস্পতিবার) ভার্চ্যুয়াল আদালতের মামলার কার্যক্রম পরিচালনার সময় বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটেছিল। এটি বিবেচনায় নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ডিপিডিসির এমডিকে তলব করে আদেশ দিয়েছিলেন। রোববার তিনি উপস্থিত হওয়ার পর সুপ্রিম কোর্টে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ দেন আপিল বিভাগ।