রমজানে হাইকোর্টের সময়সূচি নির্ধারণ
সুপ্রিম কোর্ট

স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগে স্বামীর আমৃত্যু কারাদণ্ড

যৌতুকের দাবিতে ২০০২ সালে স্ত্রী রেশমা খাতুনকে পুড়িয়ে মারার মামলায় মৃত্যুদণ্ডের পরিবর্তে আমৃত্যু কারাদণ্ডের রায় দিয়েছেন আপিল বিভাগ।

আজ বুধবার (১১ নভেম্বর) বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় ঘোষণা করেন।

আদালতে আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী এবিএম বায়জিদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।

উল্লেখ্য, ২০০২ সালে ১৯ জুলাই সাতক্ষীরা জেলার সদর থানা এলাকায় যৌতুকের দাবিতে কেরোসিন ঢেলে স্ত্রী রেশমা খাতুনের গায়ে আগুন লাগিয়ে স্বামী ইমাদুল। গুরুতর অসুস্থ অবস্থায় মৃত্যুকালীন জবানবন্দি দেন রেশমা। তাতে ইমাদুলকে অভিযুক্ত করেন রেশমা। ২৯ জুলাই রেশমা মারা যান।

এ মামলায় ২০০৮ সালের ১১ আগস্ট নারী ও শিশু ট্রাইব্যুনাল ইমাদুলকে মৃত্যুদণ্ডাদেশ দেন। পরে আসামির মৃত্যুদণ্ড ও জেল আপিল শুনানির জন্য হাইকোর্টে আসে।

২০১৩ সালের ২৭ ফেব্রুয়ারি হাইকোর্ট ইমাদুলের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন। এরপর নারী ও শিশু আইনের ৪ ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামির আপিল খারিজ করে তাকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেন আপিল বিভাগ।