করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবীদের সতর্ক করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তিনি বলেন, ‘করোনার সেকেন্ড ওয়েভ আসছে বলে সরকার বলেছে। যেমন আমরা প্রথম ওয়েভটা খুব সফলভাবে মোকাবিলা করেছি। আশা করি সবার সম্মিলিত প্রচেষ্টায় সেকেন্ড যে ওয়েভ আসতে পারে বলেছে, এটাও আমরা খুব ভালোভাবে মোকাবিলা করব।
সোমবার (৩০ নভেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে নতুন বই দোকান এবং ওকালতনামা সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে আইনজীবীদের উদ্দেশ্যে এসব কথা বলেন প্রধান বিচারপতি।
আইনজীবীদের সতর্ক করে সৈয়দ মাহমুদ হোসেন বলেন, তবে প্রত্যেকের দায়িত্ব আছে। আপনারা আইনজীবী যারা আছেন সবাই মাস্ক পরবেন। সোশ্যাল ডিস্টেন্সিং (সামাজিক দূরত্ব) মেইনটেইন করবেন। আমরা কেউ যাতে আক্রান্ত না হই। কারণ একজন আক্রান্ত হওয়া মানে একটি পরিবার আক্রান্ত হওয়া। সুতরাং আমি সবাইকে আহ্বান জানাব, বি ভেরি কশাস (খুব সাবধান হতে হবে)।
নতুন বই দোকান এবং ওকালতনামা সেন্টার উদ্বোধন উপলক্ষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এ অনুষ্ঠানের আয়েজন করে। সম্পাদক রুহুল কুদ্দুস কাজলের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি এ এম আমিন উদ্দিন।