অধস্তন আদালত থেকে হাইকোর্টে প্রেরিত নথিতে সাক্ষীর সাক্ষ্য ও সংশ্লিষ্ট কাগজাদি অস্পষ্ট হাতে লেখার পরিবর্তে টাইপকপি প্রেরণ করার নির্দেশনা জারি করা হয়েছে।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোঃ আলী আকবর স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, অধস্তন আদালত থেকে হাইকোর্টে প্রেরিত নথিতে সাক্ষীর সাক্ষ্য (জবানবন্দী ও জেরা) অস্পষ্ট হাতের লেখা হওয়ায় অনেক সময় পাঠ উদ্ধার করা সম্ভব হয় না। ফলে সঠিকভাবে পেপারবুক তৈরিতে বিলম্বসহ আদালতে মামলা শুনানিকালে বিঘ্ন ঘটে।
উল্লেখিত সমস্যা উত্তরণের লক্ষ্যে হাইকোর্ট বিভাগ ২০০৩ সালের ২০ জুলাই এক বিজ্ঞপ্তিতে অধস্তন আদালত হতে প্রেরিত নথির সাথে সংশ্লিষ্ট কাগজপত্রের টাইপকপি প্রেরণের নির্দেশ দেয়া হয়েছিল। সম্প্রতি লক্ষ করা যাচ্ছে হাইকোর্টের ওই নির্দেশনা যথাযথভাবে পালন করা হচ্ছে না।
এমতাবস্থায় নিম্ন আদালত থেকে উচ্চ আদালতের প্রেরিত নথির সাথে সংশ্লিষ্ট প্রয়োজনীয় কাগজপত্রের টাইপকপি সত্যায়িত করে প্রেরণের নির্দেশনা গুরুত্ব সহকারে যথাযথভাবে প্রতিপালন করার জন্য পুনরায় এ নির্দেশ প্রদান করা হয়।