বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় আদালতের প্রতি অনাস্থা এবং মামলা বদলি সংক্রান্ত উচ্চ আদালতের আদেশ জমা দেওয়ার জন্য আগামী ২২ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।
আজ রোববার (৬ ডিসেম্বর) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর কামরুজ্জামানের আদালতে এ আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী ফারুক আহমেদ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এদিন বিচারকের ওপর আইনজীবীরা যে অনাস্থা দিয়েছেন সে বিষয় শুনানি হয়। শুনানি শেষে বিচারক ২২ ডিসেম্বরের মধ্যে আদালত বদলির বিষয়ে উচ্চ আদালতের আদেশ দাখিল করতে নির্দেশ দেন।
এর আগে ৩ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর কামরুজ্জামানের আদালতে আসামিপক্ষের সব আইনজীবীদের পক্ষে পুরিন্দু দেবনাথ পিনকি আদালতের প্রতি অনাস্থার অভিযোগে এনে আবেদন করেন।
গত ১৫ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। জানুয়ারিতে মামলাটি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বিচারের জন্য ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বদলির আদেশ দেন। এরপর মহানগর দায়রা জজ আদালত দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ পাঠানোর আদেশ দেন।
প্রসঙ্গত, ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে আবরারকে তার কক্ষ থেকে ডেকে নিয়ে যায় বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। তারা ২০১১ নম্বর কক্ষে নিয়ে গিয়ে আবরারকে পিটিয়ে হত্যা করে। পরে রাত তিনটার দিকে শেরে বাংলা হলের সিঁড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় ওই বছরের ৭ অক্টোবর রাজধানীর চকবাজার থানায় আবরারের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে ১৯ জনকে আসামি করে হত্যা মামলা করেন।
এ মামলায় পুলিশ পরে ২২ জনকে গ্রেফতার করে। এর মধ্যে আট জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এদের সবাই বুয়েট ছাত্রলীগের নেতাকর্মী।