করোনায় মারা গেলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মমতাজ আলী ভূঁইয়া

সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক জেলা জজ মমতাজ আলী ভূঁইয়া (৮০) করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

৭ এপ্রিল (বুধবার) দিনগত রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
গত শুক্রবার (২ এপ্রিল) করোনা রিপোর্ট পজিটিভ আসে সাবেক এই জেলা জজের। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে সুপ্রিম কোর্টের আইনজীবী ওয়ালিউল ইসলাম।

৮ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল ১১ টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে জানাজা শেষে মমতাজ আলী ভূঁইয়ার মরদেহ গ্রামের বাড়ি নেত্রকোনার কেন্দুয়াতে দাফন করা হবে।