অনাকাঙ্ক্ষিত এক ঘটনার সাক্ষী হল ভারতের বিহার রাজ্যের মধুবনী জেলার ঝাঁঝাড়পুরের অতিরিক্ত জেলা ও দায়রা আদালত।
অতিরিক্ত জেলা বিচারক আদালতকক্ষে মামলার শুনানিতে ব্যস্ত। আচমকাই আদালতকক্ষে ঢুকে বিচারকের দিকে বন্দুক উঁচিয়ে তেড়ে যান দুই পুলিশ কর্মকর্তা।
গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এ ঘটনা ঘটে। আক্রমণকারী দুই পুলিশের একজন স্টেশন অফিসার ও অন্যজন সাব ইন্সপেক্টর।
ওই দুই পুলিশ বিচারকের দিকে তেড়ে যেতেই আদালতকর্মী ও আইনজীবীরা বিচারককে ঘিরে ফেলেন। এ ঘটনায় বিচারক নিরাপদ থাকলেও মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি।
জানা গেছে, পুলিশ কর্মীরা তাদের আক্রমণ করেন। এতে কয়েকজন আদালতকর্মী ও আইনজীবী আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত দুই পুলিশকে গ্রেফতার করা হয়েছে।
বিচারপতিরা বলেছেন, ‘প্রাথমিকভাবে মনে হয়েছে, এ ধরনের ঘটনা বিচার বিভাগের স্বাধীনতার ওপর আঘাত।’