বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। ভারতের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি এ প্রশিক্ষণ দেবেন।
ভার্চুয়াল পদ্ধতিতে আজ সোমবার (২২ নভেম্বর) থেকে শুরু হওয়া প্রশিক্ষণ চলবে আগামী ২৫ নভেম্বর পর্যন্ত। এজন্য জুডিশিয়াল সার্ভিসে কর্মরত ৪০ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে অনুমোদন দিয়েছে সরকার।
অনুমোদিত বিচারবিভাগীয় কর্মকর্তাদের তালিকা দেখতে বিজ্ঞপ্তি দেখুন
আইন মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে এ সকল বিচারবিভাগীয় কর্মকর্তাকে প্রশিক্ষণের অনুমতি দেওয়া হয়েছে।
সূত্র আরও জানায়, ভারতের ভূপালে অবস্থিত ন্যাশনাল জুডিশিয়াল একাডেমির নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুমোদিত কর্মকর্তাদের অনলাইন প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে।
এছাড়া উক্ত প্রশিক্ষণ কর্মশালায় বাংলাদেশ সরকারের কোন আর্থিক সংশ্লেষ নেই। প্রশিক্ষণের যাবতীয় ব্যয় ভারত সরকার বহন করবে বলেও সূত্রে জানা গেছে।