‘ভূমি ব্যবহার আইন’ এবং ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও দমন আইন’ নামে নতুন দুইটি আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। আইনে জনগণের ভূমি রক্ষার বিষয়গুলো সমন্বয় করার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জমান চৌধুরী।
সংসদে সরকারি দলের এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে রবিবার (২৮ নভেম্বর) ভূমিমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
সাংসদ হাবিবর রহমান তার প্রশ্নে প্রবাসীদের জমি-জমা ও বাড়ি-ঘর নিরাপদ এবং দখলমুক্ত রাখতে ভূমি মন্ত্রণালয় থেকে বিশেষ পদক্ষেপ নেওয়া হবে কিনা জানতে চান।
জবাবে ভূমিমন্ত্রী বলেন, ব্যক্তিগত জমি দখলমুক্ত রাখা প্রত্যেক নাগরিকের নিজ নিজ দায়িত্ব। তবে সময়োপযোগিতা ও জনগণের চাহিদা বিবেচনায় ভূমি মন্ত্রণালয় ‘ভূমি ব্যবহার আইন’ এবং ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও দমন আইন’ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ওই আইনে জনগণের ভূমি রক্ষার বিষয়গুলো সমন্বয় করার চেষ্টা করা হবে।