আগামী ৯ ডিসেম্বর বৃহস্পতিবার হতে হাইকোর্ট বিভাগের কোম্পানি ও অ্যাডমিরালিটি বিষয়ক মোকদ্দমা/ আপীল/ দরখাস্ত ই- ফাইলিং পদ্ধতিতে দায়ের করতে হবে।
প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোঃ আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১ ডিসেম্বর বুধবার এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির বিষয়টি ল’ ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকমকে নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি জ্যৈষ্ঠ বিচারপতিগণের সাথে আলোচনাক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেন যে, আগামী ৯ ডিসেম্বর বৃহস্পতিবার হতে হাইকোর্ট বিভাগের কোম্পানি ও অ্যাডমিরালিটি বিষয়ক মোকদ্দমা/ আপীল/ দরখাস্ত ই- ফাইলিং পদ্ধতিতে দায়ের করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সংক্রান্ত লিংক এবং ব্যবহার নির্দেশিকা বাংলাদেশ সুপ্রিম কোর্টের ওয়েভসাইটে পাওয়া যাবে।