জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সহকারী সচিব (প্রশাসন ও সংস্থাপন) মো: সিরাজ উল্যাহকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ফৌজদারি মামলায় দণ্ডিত হওয়ায় তাঁর বিরুদ্ধে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এনসিটিবি সচিব মোসা: নাজমা আখতার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। গত ৩০ ডিসেম্বর এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।
এর আগে, একটি ফৌজদারি মামলায় দণ্ডবিধির দুইটি পৃথক ধারায় মো: সিরাজ উল্যাহকে কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করে রায় দেন হাইকোর্ট। সুপ্রিম কোর্টের আইনজীবী রায়হান রনি হাইকোর্টের রায়ের বিষয়টি ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকমকে নিশ্চিত করেছেন।
অ্যাডভোকেট রায়হান জানান, রায়ে দণ্ডবিধির ৪১৭ ধারায় দোষী সাব্যস্ত করে তাঁকে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেন আদালত। এছাড়া দণ্ডবিধির ৪০৬ ধারায় তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেন। সেই সঙ্গে সমুদয় জরিমানার টাকা অনাদায়ে আরও ৬ মাসের অতিরিক্ত বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। রায়ের পর গত ১৯ নভেম্বর তাঁকে জেলহাজতে প্রেরণ করা হয়।
আইনজীবী আরও জানান, এক বছরের বেশি কারাদণ্ডে দণ্ডিত হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪২ (১) ধারা মোতাবেক সিরাজ উল্যাহকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তাঁর বরখাস্তের আদেশ দণ্ড পাওয়ার দিন থেকে কার্যকর হবে।