আইনজীবী অন্তর্ভুক্তির তৃতীয় ও শেষ ধাপ মৌখিক পরীক্ষার ফলাফল স্থগিত থাকা ৯ জন প্রার্থীর সকলেই পাশ করেছেন। ফলে এ সকল প্রার্থী চূড়ান্তভাবে আইনজীবী হিসেবে বার কাউন্সিলের তালিকাভুক্ত হয়েছেন।
সারাদেশে আইনজীবীদের তালিকাভুক্তি ও নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের এক বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার (৭ ডিসেম্বর) এ তথ্য জানা গেছে। সংস্থার সচিব সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি বার কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১ ডিসেম্বর বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে মৌখিক পরীক্ষার ফলাফল স্থগিত রাখা ৯ প্রার্থীর সকলকে উত্তীর্ণ ঘোষণা করা হয়। উত্তীর্ণ এসব প্রার্থীকে আইন পেশায় নিয়োজিত হতে আগামী ছয় মাসের মধ্যে সংশ্লিষ্ট আইনজীবী সমিতির সদস্য পদ গ্রহণ করতে হবে।
এর আগে, গত ৩১ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন সময় মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৫৯৭২ পরীক্ষার্থী উত্তীর্ণ হন। এছাড়া চাহিদা মোতাবেক প্রয়োজনীয় কাগজপত্র/সনদ জমা দিতে ব্যর্থ ৯ জনের মৌখিক পরীক্ষার ফল স্থগিত রাখা হয়। ওইসব প্রার্থীকে এসব কাগজপত্র/সনদ জমাদিনে ৩০ দিনের সময় বেঁধে দেওয়া হয়।