রাষ্ট্রপতি আবদুল হামিদ (ফাইল ছবি)
রাষ্ট্রপতি আবদুল হামিদ (ফাইল ছবি)

বিচারপতিদের বেতন-ভাতা সংক্রান্ত দুই বিলসহ ৯ বিলে রাষ্ট্রপতির সম্মতি

সুপ্রিম কোর্টের বিচারকদের পারিতোষিক ও বিশেষাধিকার এবং ভ্রমণ ভাতা সংক্রান্ত দু’টি বিলসহ সংসদে পাশ হওয়া ৯টি বিলে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

আজ মঙ্গলবার (৭ ডিসেম্বর) তিনি এসব বিলে স্বাক্ষর করেন। বর্তমান একাদশ জাতীয় সংসদের ১৫তম অধিবেশনে এসব বিল পাশ হয়।

রাষ্ট্রপতির সম্মতি দেওয়া ৯ বিল হচ্ছে-

  • বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারক (পারিতোষিক ও বিশেষাধিকার) বিল, ২০২১
  • বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারক (ভ্রমণ ভাতা) বিল, ২০২১
  • বিরোধীদলের নেতা এবং উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) বিল, ২০২১
  • বিশেষ নিরাপত্তা বাহিনী বিল, ২০২১
  • বাংলাদেশ হাউজ বিল্ডিং ফিন্যান্স করপোরেশন বিল ২০২১
  • বাংলাদেশ ট্যুর অপারেটর ও ট্যুর গাইড (নিবন্ধন ও পরিচালনা) বিল, ২০২১
  • ব্যাংকার বহি সাক্ষ্য বিল, ২০২১; মহাসড়ক বিল, ২০২১ এবং
  • টেরিটোরিয়াল ওয়াটারস অ্যান্ড ম্যারিটাইম জোনস বিল ২০২১।

প্রসঙ্গত, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি কোনও বিলে সম্মতি দিলে তা আইনে পরিণত হয়।