মায়ের দুধ পানে নিরাপদ পরিবেশ চেয়ে ৯ মাসের শিশুর রিট, যে রায় দিলেন হাইকোর্ট
হাইকোর্ট

হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ গঠন

সরকারি ও সাপ্তাহিক ছুটিসহ শীতকালীন অবকাশে যাচ্ছে দেশের সর্বোচ্চ আদালত। অবকাশে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের (হাইকোর্ট ও আপিল) নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। এ সময় হাইকোর্টের বিচারকাজ পরিচালনার জন্য অবকাশকালীন বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

আজ সোমবার (১৩ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রধান বিচারপতি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তি থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, অবকাশে হাইকোর্ট বিভাগের জন্য ১১টি অবকাশকালীন বেঞ্চ গঠন করা হয়েছে। আগামী ১৯ ডিসেম্বর থেকে ২০২২ সালের পয়লা জানুয়ারি পর্যন্ত এ সকল বেঞ্চে জরুরী বিষয়সমূহ শুনানি ও নিষ্পত্তি করা হবে।

হাইকোর্ট বিভাগের জন্য গঠিত ১১টি অবকাশকালীন বেঞ্চের মধ্যে ৮টি দ্বৈত বেঞ্চ রয়েছে। এছাড়া বাকী ৩টি একক বেঞ্চ।

অবকাশকালীন বেঞ্চসমূহের বিচার্য বিষয়সহ বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন