অবকাশে হাইকোর্টে দুই ধাপে ১৪ বেঞ্চে চলবে বিচারকাজ
সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্টে অবকাশ শুরু, নিয়মিত বিচারকাজ বন্ধ

সাপ্তাহিক ও সরকারি ছুটিসহ কোর্টের অবকাশে দেশের সর্বোচ্চ আদালতের নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ রয়েছে। আজ রোববার (১৯ ডিসেম্বর) থেকে আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত অবকাশ চলবে।

অবকাশে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে (হাইকোর্ট ও আপিল বিভাগ) জরুরি বিষয় নিষ্পত্তির জন্য অবকাশকালীন বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

অবকাশে হাইকোর্ট বিভাগের জন্য ১১টি অবকাশকালীন বেঞ্চ গঠন করা হয়েছে। আগামী ১৯ ডিসেম্বর থেকে ২০২২ সালের পয়লা জানুয়ারি পর্যন্ত এ সকল বেঞ্চে জরুরী বিষয়সমূহ শুনানি ও নিষ্পত্তি করা হবে।

হাইকোর্ট বিভাগের জন্য গঠিত ১১টি অবকাশকালীন বেঞ্চের মধ্যে ৮টি দ্বৈত বেঞ্চ রয়েছে। এছাড়া বাকী ৩টি একক বেঞ্চ।

হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চসমূহের বিচার্য বিষয়সহ বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন

অন্যদিকে অবকাশে আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি শুনানি ও নিষ্পত্তির জন্য ভ্যাকেশন জজ হিসেবে বিচারপতি ওবায়দুল হাসানকে মনোনীত করা হয়েছে।

বিচারপতি ওবায়দুল হাসান আগামী ২১ ডিসেম্বর ভ্যাকেশন জজ হিসেবে সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শারীরিক উপস্থিতিতে আপিল বিভাগের চেম্বার কোর্টে শুনানি গ্রহণ করবেন।