আবদুল হামিদ: আইনের শাসন অর্থ মানুষের জীবন, স্বাধীনতা, দেহ, সুনাম এবং সম্পত্তির ব্যাপারে আইনই সর্বক্ষমতার অধিকারী। বিচারের মাধ্যমে আইন প্রয়োগ করিয়া মানুষকে যে কোনো প্রকার শাস্তি দেয়া যাইতে পারে। কিন্তু আইন প্রয়োগ না করিয়া কোনো ব্যক্তির খেয়াল খুশি বা ইচ্ছার উপর কোনো ব্যক্তির শাস্তি হইতে পারে না। আইনের শাসনের আরেকটি দিক হইতেছে সংসদ আইন করিবেন এবং এক্ষেত্রে সংসদ হইবে সার্বভৌম। বাংলাদেশ সংবিধানের ৩১ অনুচ্ছেদে বলা হইয়াছে যে আইনের আশ্রয় লাভ এবং আইন অনুযায়ী ও কেবল আইনানুযায়ী ব্যবহার লাভ যে কোনো স্থানে অবস্থান্রত অপরাপর ব্যক্তির অবিচ্ছেদ্য অধিকার। বিশেষত আইনানুযায়ী ব্যতীত এমন কোনো ব্যবস্থা গ্রহণ করা যাইবে না যাহাতে কোনো ব্যক্তির জীবন, স্বাধীনতা, দেহ, সুনাম বা সম্পত্তির হানি ঘটে। বাংলাদেশ সংবিধানের উল্লেখিত ধারাটি Rule of law -এর প্রতিই ইঙ্গিত বহন করে।
লেখক: জেলা ও দায়রা জজ ।
(বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত লেখকের আইনকোষ গ্রন্থ অবলম্বনে)