ঘুষ, জালিয়াতি ও অর্থ পাচারের অভিযোগে ছয় বিচারককে কারাদণ্ড দিয়ে জেলে পাঠিয়েছেন কুয়েতের একটি ফৌজদারি আদালত। তাদেরকে পাঁচ থেকে ১৫ বছরের মধ্যে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। সেই সাথে তাদেরকে চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দিয়েছে আদালত।
মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। গত মঙ্গলবার এই রায় দেয়া হয় বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
স্থানীয় গণমাধ্যমের সূত্রে ওই প্রতিবেদনে আরো বলা হয়, রায়ে একজন বিচারককে পাঁচ হাজার দিনার জরিমানা করা হয়। এছাড়া অন্য এক বিচারককে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
একই ঘটনায় দেশটির বিচার মন্ত্রণালয়ের দুই নারী ও পুরুষ কর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। তাদের চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিয়ে জেলে পাঠিয়েছেন আদালত।