আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলী
আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলী

ছুটিতে গেছেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলী

নতুন প্রধান বিচারপতি নিয়োগের পর ছুটিতে গেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলী। তবে কতদিনের জন্য তিনি ছুটিতে গেছেন সে বিষয়ে সুপ্রিম কোর্ট থেকে কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে আগামীকাল রোববার (২ জানুয়ারি) অবকাশ শেষে সুপ্রিম কোর্টের নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হবে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রোববারের (২ জানুয়ারি) জন্য প্রকাশিত কার্যতালিকায় (কজলিস্টে) বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নাম নেই।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন অবসরে যাওয়ার পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারপতির কমে দাঁড়িয়েছে চার জনে। জ্যেষ্ঠতার ক্রমানুসারে তারা হলেন- বিচারপতি মোহাম্মদ ইমান আলী, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি ওবায়দুল হাসান।

এর মধ্যে গত বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকেলে দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। রাষ্ট্রপতি সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদের ক্ষমতাবলে তাকে এ পদে নিয়োগ দেন। শুক্রবার বিকেলে বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ তাকে শপথ পাঠ করান।

সংবিধান অনুসারে বিচারপতি পদের মেয়াদ ৬৭ বছর পর্যন্ত। সে হিসেবে বিচারপতি মোহাম্মদ ইমান আলী অবসরে যাবেন ২০২২ সালের ৩১ ডিসেম্বর। এছাড়া বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ২০২৩ সালের ২৫ সেপ্টেম্বর, বিচারপতি মো. নূরুজ্জামান ২০২৩ সালের ৩০ জুন এবং বিচারপতি ওবায়দুল হাসান ২০২৬ সালের ১০ জানুয়ারি অবসরে যাবেন।