সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি

সদস্যদের প্রতি স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির

দেশে কোভিড-১৯ ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনসহ করোনার প্রভাব বৃদ্ধি পাওয়ায় আদালত প্রাঙ্গণে সংশ্লিষ্ট সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

আজ বুধবার (৫ জানুয়ারি) সমিতির পক্ষ থেকে জারি করা ‘স্বাস্থ্য বিধি সুরক্ষা’ শীর্ষক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

দেশে ওমিক্রন ও করোনার প্রভাব বৃদ্ধি পাওয়ায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সকল সদস্যকে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য বিনীতভাবে অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে।

সেই সাথে সমিতি ভবনে আগত বিচারপ্রার্থী, কর্মকর্তা-কর্মচারী ও আইনজীবীদের মাস্ক পরিধান করে স্বাস্থ্য বিধি মেনে চলাচল করতে বলা হয়।

এছাড়াও যেখানে-সেখানে কফ, থুথু না ফেলে সর্বত্র পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।