অবকাশে হাইকোর্টের বিচারকাজ পরিচালনায় ৬ বেঞ্চ গঠন
সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্টের দুর্নীতি অনুসন্ধানে দুই সদস্যের কমিটি

দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের উভয় বিভাগ অর্থাৎ হাইকোর্ট ও আপীল বিভাগের অনিয়ম ও দুর্নীতি বিষয়ে অভিযোগ সম্পর্কে তদন্ত করতে একটি কমিটি গঠন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে দুই সদস্য বিশিষ্ট অনুসন্ধান কমিটি গঠন করা হয়।

আদালতের প্রশাসনিক দায়িত্বে কর্মরত কমিটির দুই সদস্য হলেন- হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (সার্বিক) মোঃ আবদুর রহমান এবং ডেপুটি রেজিস্ট্রার (অর্থ ও উন্নয়ন) মোঃ মিজানুর রহমান।

সুপ্রিম কোর্টের মুখপাত্র ও বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সাইফুর রহমান জানান, ‘বাংলাদেশ সুপ্রীম কোর্টের উভয় বিভাগের অনিয়ম ও দুর্নীতি বিষয়ক অভিযোগ সংক্রান্তে প্রাথমিক অনুসন্ধানের জন্য হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (সার্বিক) জনাব মোঃ আবদুর রহমান এবং ডেপুটি রেজিস্ট্রার (অর্থ ও উন্নয়ন) জনাব মোঃ মিজানুর রহমান-কে দায়িত্ব প্রদান করা হয়েছে।

নবনিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী সম্প্রতি আইনজীবীদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে বলেছিলেন, ‘দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স।’ এর কয়েক দিন পরই সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে এমন পদক্ষেপ গ্রহণ করা হল।