বান্দরবান জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট আবুল কালাম এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. খলিল।
বান্দরবান জেলা জজ কোর্ট প্রাঙ্গণে রোববার (১৩ ফেব্রুয়ারি) আইনজীবী সমিতির কার্যালয়ে স্বত্বস্ফূর্তভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।
কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচনে মোট ৮১ জন আইনজীবী ভোটে অংশগ্রহণ করে। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনজন। এতে ৩১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন আবুল কালাম বাকি অন্য প্রতিদ্বন্দ্বী ইলিয়াসুর রহমান পেয়েছেন ২৮ ভোট, মো. ইকবাল করিম পেয়েছেন ১৭ ভোট। সহ-সভাপতি মো. সাদুকুল মাওলা। আর ৩১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন মো. খলিল।
সম্পাদকীয় অন্যান্য পদে বিজয়ীরা হলেন- সহ-সাধারণ সম্পাদক মো. আলমগীর চৌধুরী, অর্থ সম্পাদক মো. শামসুল হক, পাঠাগার সম্পাদক জয়নাল আবেদীন ভূঁইয়া, আইটি সম্পাদক মো. তাওহীদুল ইসলাম এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. মোজাহিদুল ইসলাম।
এছাড়া কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হন আবু হেনা মোস্তফা কামাল, জিয়াউল হক, মেনুসাং মার্মা।