শুধু বয়স-শারীরিক অসুস্থতা বিবেচনায় দণ্ডিত আসামিকে জামিন নয় : সুপ্রিম কোর্ট
বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ছবি: জয়দীপ্তা দেব চৌধুরী

জেলা প্রশাসকরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো আচরণ করছে: হাইকোর্ট

জেলা প্রাশসকদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন দেশের উচ্চ আদালত। বর্তমান জেলা প্রশাসক ব্রিটিশ আমলের ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নরের নতুন রূপ বলে মন্তব্য করেছেন হাইকোর্টের একজন বিচারপতি। এছাড়া জেলা প্রশাসকরা স্থানীয় এমপিদের পাত্তা দিতে চান না বলেও মন্তব্য করেন আদালত।

কক্সবাজারের একটি বাজারের ইজারা সংক্রান্ত রিট আবেদনের শুনানিকালে হাইকোর্টের একটি বেঞ্চের সভাপতিত্বকারী বিচারপতি মামনুন রহমান মঙ্গলবার (১ মার্চ) এ মন্তব্য করেন। বেঞ্চের আরেক বিচারপতি হলেন বিচারপতি খন্দকার দিলীরুজ্জামান।

বিচারপতি মামনুন রহমান বলেন, জেলা প্রশাসকই (ডিসি) একটি জেলার সর্বেসর্বা। এমনকি, অনেক সংসদ সদস্যও ডিসিদের ভয় পান।

ইজারাদার নুরুল ইসলামকে রামুতে বাজার ইজারা দিতে দেরি করায় কেন ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে কক্সবাজার প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট বেঞ্চ।

কক্সবাজারের ডিসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রামুর সহকারী কমিশনারকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

রিট আবেদনকারী নুরুল ইসলামের পক্ষে শুনানি করেন আইনজীবী তৈমুর আলম খোন্দকার ও মার-ই-য়াম খোন্দকার।