অ্যাসিড নিক্ষেপের দায়ে মা-মেয়ের যাবজ্জীবন
আদালত ভবন, চট্টগ্রাম

কাস্টমসের সাবেক কর্মকর্তার ৮ বছরের কারাদণ্ড, কোটি টাকা জরিমানা

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় চট্টগ্রাম কাস্টমসের সাবেক প্রিন্সিপাল এপ্রাইজার (আমদানি) মোহাম্মদ হুমায়ুন কবিরকে আট বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ সোমবার (১৪ মার্চ) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুন্সি আবদুল মজিদ এ রায় দেন।

পাশাপাশি আসামিকে এক কোটি টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই বছর কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে মামলাভুক্ত সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত হবে বলেও আদালত নির্দেশ দিয়েছেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) কাজী ছানোয়ার আহমেদ লাভলু এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদক সূত্রে জানা গেছে, ৭৩ লাখ ৭২ হাজার ৮৪২ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রাম কাস্টমসের সাবেক কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবিরকে আসামি করে ২০১০ সালের ৭ অক্টোবর নগরের ডবলমুরিং থানায় মামলাটি করা হয়। মামলা তদন্ত করেন তৎকালীন দুদকের উপ-পরিচালক লুৎফল কবির চন্দন। তদন্ত শেষে তিনি ঘটনার সত্যতা পেয়ে ২০১৮ সালের ৬ আগস্ট আদালতে অভিযোগ দেন।