পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রত্যেককে একটি করে গাছ লাগানোর অনুরোধ প্রধান বিচারপতির

পরিবেশের ভারসাম্য রক্ষায় ১৮ কোটি মানুষকে একটি করে গাছ লাগানোর অনুরোধ জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উদযাপন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এই আহবান করেন।

আজ ১৭ মার্চ বৃহস্পতিবার সকাল ১১ টায় বাংলাদেশ সুপ্রীম কোর্ট প্রাঙ্গণের সম্মুখভাগে এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মসূচিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিগণ অংশগ্রহণ করেন এবং প্রত্যেকেই একটি করে বৃক্ষরোপন করেন। বৃক্ষরোপণ কর্মসূচিতে শতাধিক ফলজ গাছ রোপণ করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে দোয়ার আয়োজন করা হয়। প্রধান বিচারপতি এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিগণ এবং সুপ্রিম কোর্টের কর্মকর্তা কর্মচারীবৃন্দ মোনাজাতে অংশগ্রহণ করেন।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধান বিচারপতির শ্রদ্ধা

১৭ মার্চ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকীতে, বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আজ সকাল ৭:১০ মিনিটে ধানমণ্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।