প্রতি মাসের ৭ তারিখের মধ্যে অধস্তন আদালতের বিচারকদের মাসিক কর্মসম্পাদন বিবরণী অনলাইনে পূরণের নির্দেশ
বাংলাদেশ সুপ্রিম কোর্ট লোগো

রমজানে অধস্তন আদালতের সময়সূচি নির্ধারণ

আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষ্যে অধস্তন আদালত সমূহের বিচারিক কার্যক্রম ও অফিসের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সপ্তাহের রবি থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অধস্তন আদালতে বিচারিক কার্যক্রম চলবে। তবে মাঝে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট যোহরের নামাজের বিরতি থাকবে। শুক্র ও শনিবার থাকবে সাপ্তাহিক ছুটি।

এছাড়া এসময় অধস্তন আদালতের অফিসিয়াল কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত। মাঝে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট যোহরের নামাজের বিরতি থাকবে। শুক্র ও শনিবার থাকবে সাপ্তাহিক ছুটি।

প্রসঙ্গত, আগামী সপ্তাহ থেকে পবিত্র এ মাস শুরু হতে যাচ্ছে। পশ্চিমাকাশে রমজানের চাঁদ উদিত হলেই আরম্ভ হবে এই মহিমান্বিত মাস।