ফেনী বারে টাউট আটক

ফেনীর আদালত অঙ্গনে কখনো ডিবি, কখনো সিআইডি, কখনো ব্যারিস্টার, কখনো সাংবাদিক কিংবা আইনজীবী সহকারী পরিচয় দিয়ে বিভিন্ন সময় প্রতারণা করে আসা একরামুল হক ভূঁঞা নামের এক টাউটকে আটক করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) ফেনী জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও সমিতির টাউট উচ্ছেদ উপ-কমিটির আহ্বায়ক মইনুল হোসেন মজনুর নেতৃত্বে ওই প্রতারককে আটক করা হয়।

জেলা আইনজীবী সমিতির অডিটর সম্পাদক আলা উদ্দিন ভূঁঞা ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

অ্যাডভোকেট আলা উদ্দিন জানান, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে নানা পরিচয়ে বিভিন্ন সময় বিচারপ্রার্থীদের সাথে প্রতারণা করে আসছিলেন। আজ সমিতির টাউট উচ্ছেদ উপ-কমিটির অভিযানে আদালত প্রাঙ্গণ থেকে ওই প্রতারককে আটক করা হয়। আটকের পর ওই ব্যক্তি আইনজীবী পরিচয় ব্যবহারের স্বপক্ষে কোন প্রমাণ দাখিল করতে পারেননি।

যদিও পরবর্তীতে আর কখনো কোনো ধরণের প্রতারণায় লিপ্ত হবেন না মর্মে মুচলেকা গ্রহণ করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে ওই প্রতারককে আদালত প্রাঙ্গণে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে সমিতির পক্ষ থেকে। পাশাপাশি ভবিষ্যতে তার বিরুদ্ধে এ ধরণের কোন অভিযোগ পাওয়া গেলে প্রচলিত আইনে সমিতির পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানা গেছে।