পাবলিক বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন কোর্স বন্ধে সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ
আইনি নোটিশ

জন্মনিবন্ধন সনদ পেতে নাগরিকদের হয়রানি বন্ধে আইনি নোটিশ

কয়েক কোটি মানুষের জন্মনিবন্ধন তথ্য সার্ভারেই নেই- এমন অভিযোগ অনুসন্ধান/তদন্ত করে পাঁচদিনের মধ্যে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ দিয়েছে এক আইনজীবী। একইসঙ্গে জন্মনিবন্ধন সনদ পেতে নাগরিকদের হয়রানি বন্ধে পদক্ষেপ নিতে বলা হয়েছে নোটিশে।

আজ সোমবার (৪ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী তানভীর আহমেদ এ নোটিশ প্রেরণ করেন। এলজিআরডি সচিব, স্থানীয় সরকার বিভাগের জন্ম ও মৃত্যু নিবন্ধন, রেজিস্ট্রার জেনারেলসহ চারজনকে এ নোটিশ প্রেরণ করা হয়।

নোটিশে ১২ মার্চ ২০২২ সালে দৈনিক প্রথম আলোতে ‘জন্মনিবন্ধন সনদ নিয়ে চরম ভোগান্তিতে নাগরিকেরা’ এবং ৪ ফেব্রুয়ারি ২০২২ বিবিসি বাংলা ‘জন্মসনদ: বাংলাদেশে কয়েক কোটি মানুষের জন্মনিবন্ধন তথ্য সার্ভারেই নেই’ শীর্ষক প্রতিবেদনসহ বিভিন্ন প্রতিবেদন যুক্ত করা হয়।

নোটিশ প্রেরণের বিষয়টি অ্যাডভোকেট তানভীর আহমেদ ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, নোটিশ অনুসারে পদক্ষেপ না নিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।