টেলিফোন শিল্প সংস্থায় আইন উপদেষ্টা নিয়োগ

ডাক ও টেলিযোগাযোগ বিভাগ- এর আওতাধীন টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড (টেশিস) জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে উল্লেখিত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন আইন পেশায় নিয়োজিতরা আবেদন করতে পারবেন।

পদের নাম: আইন উপদেষ্টা

খালি পদের সংখ্যা: ০১

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে আইন বিষয়ে ন্যূনতম স্নাতক হতে হবে। আইন বিষয়ে উচ্চতর ডিগ্রিধারী আবেদনকারী অগ্রাধিকার পাবেন।

বয়স: ০১/০৪/২০২২ তারিখে প্রার্থীর ন্যূনতম বয়স ৩৫ বছর এবং সর্বোচ্চ ৬৫ বছরের মধ্যে হতে হবে।

অভিজ্ঞতা: প্রার্থীকে অবশ্যই হাইকোর্ট বিভাগে তালিকাভুক্ত হতে হবে। আপীল বিভাগে তালিকাভুক্ত হলে অগ্রাধিকার পাবেন। হাইকোর্ট বিভাগের ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতাসহ দেশের বিভিন্ন এখতিয়ার সমন্ন কোর্টে আইনজীবী হিসেবে ন্যূনতম ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

প্রার্থীর দেওয়ানি আইন, ফৌজদারি আইন, শ্রম আইন, কোম্পানি আইন, চুক্তি আইন, ভূমি আইন, প্রশাসনিক আইন, সম্পত্তি হস্তান্তর আইন, সালিশি আইন, সরকারি পাওনা আদায়, চাকরি সংক্রান্ত বিধি-বিধান, টেলিযোগাযোগ সংক্রান্ত বিভিন্ন নীতিমালা এবং রিট পরিচালনায় বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে।

টেলিকম সেক্টরে কোন প্রতিষ্ঠানে আইন উপদেষ্টা পদে কাজ করার অভিজ্ঞতা থাকতে অগ্রাধিকার প্রদান করা হবে। সরকারি/ স্বায়ত্বশাসিত/ সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানের আইন উপদেষ্টা হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরণ: চুক্তি ভিত্তিক। মেয়াদ দুই বছর। প্রয়োজনে উভয় পক্ষের আলোচনা ও সম্মতিক্রমে নবায়নযোগ্য।

নিয়োগ ও আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে বিজ্ঞপ্তি দেখুন

সম্মানী: প্রার্থী কোম্পানির আইন উপদেষ্টা হিসেবে নিয়োগের জন্য বিবেচিত হলে চুক্তি সম্পন্ন করার পর টেশিস নির্ধারিত হারে/আলোচনা সাপেক্ষে (প্রযোজ্য আয়কর কর্তনের পর) রিটেইনার ফি ও পরামর্শক ফি প্রাপ্য হবেন। প্রযোজ্য ভ্যাট টেশিস পরিশোধ করবে।

আবেদনের নিয়ম ও ঠিকানা: ২ কপি পাসপোর্ট সাইজ ছবিসহ শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত কপি সংযুক্তিপূর্বক আবেদনপত্র ব্যবস্থাপনা পরিচালক, টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড, টঙ্গী, গাজীপুর- ১৭১০ বরাবর রেজিস্টার্ড ডাকযোগে পাঠাতে হবে। এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে অফিস চলাকালীন সময়ে সরাসরি উপস্থিত হয়েও আবেদনপত্র জমা দেওয়া যাবে।

আবেদনের শেষ সময়: ২৮ এপ্রিল, ২০২২।