ভুক্তভোগীকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বললেন সুপ্রিম কোর্ট
বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ছবি: জয়দীপ্তা দেব চৌধুরী

১৭ দিন পর সুপ্রিম কোর্টে নিয়মিত বিচারকাজ শুরু

ঈদুল ফিতর, সরকার ঘোষিত ও সাপ্তাহিক ছুটিসহ কোর্টের অবকাশ শেষে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের উভয় ( হাইকোর্ট ও আপিল) বিভাগে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হয়েছে।

আজ সোমবার (১৬ মে) সকাল ৯টা থেকে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন একটি বেঞ্চ এবং জ্যেষ্ঠ বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন আপিল বিভাগের অন্য একটি বেঞ্চে বিচার কার্যক্রম শুরু হয়।

প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চের অন্য দুই সদস্য বিচারপতি হলেন, বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এম. ইনায়েতুর রহিম।

বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন বেঞ্চের অন্য দুই সদস্য বিচারপতি হলেন, বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ।

এদিন সকাল সাড়ে ১০টা থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের দ্বৈত ও একক মিলিয়ে ৫০টি বেঞ্চে একযোগে বিচারকাজ শুরু হয়েছে।

প্রসঙ্গত, অবকাশকালীন ছুটি ছাড়াও ঈদুল ফিতর, মে দিবস ও বুদ্ধ পূর্ণিমা ঘিরে ২৯ এপ্রিল থেকে ১৫ মে পর্যন্ত টানা ১৭ দিন বন্ধ ছিল সর্বোচ্চ আদালতের বিচার কার্যক্রম। তবে এ সময় উভয় বিভাগের জরুরি বিষয়াদি শুনানি ও নিষ্পত্তির জন্য অবকাশকালীন বেঞ্চ গঠন করে দিয়েছিলেন প্রধান বিচারপতি।