অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম খান
অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম খান (বায়ে)

বার কাউন্সিল নির্বাচন: প্রয়াত আইনজীবী জিকরুলের শূন্য আসনে লড়বেন নজরুল

বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচনে সাধারণ আসনের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা, সাবেক এমপি ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শাহ জিকরুল আহমেদের মৃত্যুতে শূন্য আসনে নতুন প্রার্থীকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল। আসন্ন নির্বাচনে অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম খান এ প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তার ব্যালট নং-২৪।

আইনজীবী নজরুল ইসলাম খানের প্রার্থী হওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট একেএম আমিন উদ্দিন মানিক ও অ্যাডভোকেট জেসমিন সুলতানা।

উল্লেখ্য, বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন-২০২২ এর নির্বাচনী প্রচারণায় গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে গত ৭ মে দিনগত রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে গোপালগঞ্জ সদর হাসপাতালে মারা যান অ্যাডভোকেট শাহ জিকরুল আহমেদ। তিনি আসন্ন বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সাধারণ আসনের সাদা প্যানেলের প্রার্থী ছিলেন।

প্রসঙ্গত, আগামী ২৫ মে আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৫টা পর্যন্ত।

গত ২৩ মার্চ বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনের তফসিল ঘোষণা হয়। বরাবরের মতো এবারও আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা সাদা প্যানেল ও বিএনপি সমর্থিত আইনজীবীরা নীল প্যানেলে ভাগ হয়ে ভোটে লড়ছেন।

গত ৩ এপ্রিল বিএনপির নীল প্যানেল ও গত ৬ এপ্রিল ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাদা প্যানেল স্ব স্ব প্যানেলে ১৪ জন করে প্রার্থীর নাম ঘোষণা করেছে। নির্বাচন ঘিরে উভয়পক্ষের জোর প্রচার-প্রচারণা চলছে এখন। গত ৭ মে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মানিকগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর হয়ে গোপালগঞ্জ যাওয়ার পর হঠাৎ অসুস্থ হলে কিছুক্ষণের মধ্যেই মারা যান শাহ জিকরুল।