স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে চট্টগ্রাম জেলার বাঁশখালী পুঁইছড়ি বন বিট অফিসের সংরক্ষিত বনাঞ্চলের সরকারি জমি অবৈধভাবে দখলপূর্বক বিক্রয় এবং বনভূমি বিনষ্ট করার অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রামের উপসহকারী পরিচালক আব্দুল মালেকের নেতৃত্বে মঙ্গলবার (৩১ মে) একটি এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করে।
অভিযানে প্রাপ্ত তথ্য ও সরেজমিন পরিদর্শনকালে দেখা যায়, পুঁইছড়ি বন বিটের মাদার ট্রি এলাকায় প্রায় ১০ একর জমি বনবদস্যুরা দখল করে রেখেছে। উক্ত ১০ একর বনে গত ২০১৯-২০ অথবছরে ২৫ হাজার বিভিন্ন প্রজাতির চারা রোপন করা হয়েছে। এছাড়া পুঁইছড়ি বিটের ২২৯৬ একর বনভূমি মধ্য প্রায় ৯৯ একর বনভূমি বেদখল অবস্থা রয়েছে বলেও জানান রেঞ্জ অফিসার আনিসুজ্জামান শেখ।
উক্ত বেদখলের সাথে কারা কারা জড়িত এবং ২০১৯-২০ অর্থ বছরে মাদার ট্রি বাগান করার কোন অনিয়ম হয়েছি কি না তার জন্য বিস্তারিত অনুসন্ধান করার অনুমতি চেয়ে কমিশনে প্রতিবেদন দাখিল করবে এনফোর্সমেন্ট টিম।