রেশন ও টিসিবি কার্ড প্রদানে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, দুদকের অভিযান
দুর্নীতি দমন কমিশন (দুদক)

রেশন ও টিসিবি কার্ড প্রদানে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, দুদকের অভিযান

দশ টাকার চাল বা রেশন এবং টিসিবি কার্ড প্রদানে দুস্থ ও গরীব লোকদের মধ্যে বিতরণ না করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে স্থানীয় ওয়ার্ড মেম্বারের সহায়তায় স্বজনপ্রীতি ও রাজনৈতিক সদস্যদের কার্ড প্রদান করার অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের সমন্বিত জেলা কার্যালয় খুলনার সহকারী পরিচালক নেতৃত্বে মঙ্গলবার (৩১ মে) পাইকগাছার ৮ নং রাড়ুলী ইউনিয়ন পরিষদে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযোগের বিষয়ে ইউনিয়ন পরিষদ থেকে তালিকা সংগ্রহ করে পর্যালোচনা করা হয়েছে। অভিযানে প্রাপ্ত নথিপত্র যাচাই বাছাই করে কমিশন বরাবর প্রতিবেদন দাখিল করবে এনফোর্সমেন্ট টিম।

এছাড়াও দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন-১০৬) আগত অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণপূর্বক কমিশনকে অবহিত করার জন্য ৬টি সরকারি দপ্তরে দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে পত্র প্রেরণ করা হয়েছে।