কুমিল্লায় ভুল চিকিৎসা দিয়ে অপারেশন থিয়েটারে রোগী রেখে ডাক্তারের পলায়ন, আদালতে মামলা
আদালত (প্রতীকী ছবি)

চেক ডিজঅনার মামলায় ব্যবসায়ীর এক বছরের জেল, আড়াই কোটি টাকা অর্থদণ্ড

চট্টগ্রামে চেক প্রতারণা (ডিজঅনার) মামলায় আসামিকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে আড়াই কোটি টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার (১ আগস্ট) সকালে চট্টগ্রাম চতুর্থ যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের বিচারক জেসমিন আক্তার কলি এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. সিরাজউদ্দৌলা। তিনি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী এলাকার বাসিন্দা। সিরাজদ্দৌলা মেসার্স সামিয়া এন্টাপ্রাইজ নামের একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক বলে জানা গেছে।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। আসামিকে গ্রেফতারের পরপরই এ রায় কার্যকর হবে।

আদালত সূত্রে জানা গেছে, সিরাজউদ্দৌলা যমুনা ব্যাংক, আগ্রাবাদ শাখা থেকে প্রায় তিন কোটি ৬৬ লাখ টাকা ঋণ নেন। নির্ধারিত সময়ের পরে তিনি ব্যাংক কর্তৃপক্ষকে আড়াই কোটি টাকার একটি চেক দেন।

পরে চেকটি ব্যাংক থেকে ডিজঅনার হলে ২০১৫ সালের ১৬ এপ্রিল চট্টগ্রাম চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করে ব্যাংক কর্তৃপক্ষ। বিচারিক কার্যক্রম শেষে সোমবার আদালত সিরাজউদ্দৌলাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং চেকের সমপরিমাণ আড়াই কোটি টাকা অর্থদণ্ড দেন।