সত্য এখন মিথ্যাচারের শিকার! মজা করা হয় বিচারপতিদের নিয়েও
ভারতের প্রধান বিচারপতি ডি.ওয়াই. চন্দ্রচূড়

ভারতীয় বিচার বিভাগে নতুন ইতিহাস, বাবার পরে ছেলেও হচ্ছেন প্রধান বিচারপতি!

ভারতের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে ধনঞ্জয় ওয়াই চন্দ্রচূড় এর নাম প্রস্তাব করলেন বর্তমান প্রধান বিচাপতি ইউ এন লালিত। দেশটির কেন্দ্রীয় সরকার যদি এই প্রস্তাব মেনে নেয় তাহলে বাবার পর ছেলেও প্রধান বিচারপতি হওয়ার প্রথম নজির তৈরি করবেন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়।

আজ মঙ্গলবার (১১ অক্টোবর) বিচারপতিদের লাউঞ্জে সুপ্রিম কোর্টের সমস্ত বিচারপতিকে ডেকে এনে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানিয়ে দিলেন বিচারপতি চন্দ্রচূড়ের নাম দেশের পরবর্তী প্রধান বিচারপতির জন্য কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব রাখছেন তিনি।

আগামী ৮ নভেম্বর ভারতের বর্তমান প্রধান বিচারপতি হিসেবে কার্যমেয়াদ শেষ হচ্ছে বিচারপতি ললিতের। ৭৪ দিনের স্বল্প সময়ের প্রধান বিচারপতির মেয়াদকাল শেষের আগে কার্যত ঘটা করেই বিচারপতি চন্দ্রচূড়ের নাম প্রস্তাব করলেন তিনি।

যদি কেন্দ্রীয় সরকার এই প্রস্তাব মেনে নেয় তাহলে পরবর্তী প্রধান বিচারপতি তথা দেশটির ৫০ তম প্রধান বিচারপতি হবেন বিচারপতি ধনঞ্জয় ওয়াই চন্দ্রচূড়। সরকারি সিলমোহরের পরে বিচারপতি চন্দ্রচূড় আগামী দুই বছর প্রধান বিচারপতি থাকবেন। বিচারপতি ললিতের পর বিচারপতি চন্দ্রচূড়ই এখন ভারতীয় সুপ্রিম কোর্টের সব থেকে সিনিয়র বিচারপতি।

মহারাষ্ট্রের মূল নিবাসী ধনঞ্জয় চন্দ্রচূড় এর পিতা যশবন্ত চন্দ্রচূড় ভারতের সুপ্রিম কোর্টের ১৬তম প্রধান বিচারপতি ছিলেন। জনতা পার্টির সময়ে প্রধান বিচারপতি হয়ে ইন্দিরা গাঁধীর দ্বিতীয় দফা অব্দি ছিলেন। তিনি একাধিক ঐতিহাসিক রায় দিয়ে ভারতের সাধারণ মানুষের শ্রদ্ধা অর্জন করেছিলেন। সবকিছু ঠিকঠাক গেলে বাবার পরে ছেলেও বসবেন দেশের প্রধান বিচারপতির আসনে। পুত্র ধনঞ্জয় ওয়াই চন্দ্রচূড় তাঁর পিতার দেখানো পথে চলবেন কিনা আগামী দিন সে কথা বলবে।

১৯৯৮ সালে দেশের অতিরিক্ত সলিসিটর জেনারেল ছিলেন বিচারপতি চন্দ্রচূড়। ২০১৩ সালে ইলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথগ্রহণ করেন। বম্বে হাইকোর্টের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। ২০১৬ সালে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হন।

একাধিক আধুনিকমনস্ক বিচারের সঙ্গে জড়িয়ে রয়েছে বিচারপতি ধনঞ্জয় ওয়াই চন্দ্রচূড়ের নাম। অবিবাহিত মহিলাদের গর্ভপাতের অধিকার নিশ্চিত করা যার মধ্যে সাম্প্রতিকতম। হোমো সেক্সুয়ালিটি কোনও অপরাধ নয় বলে সুপ্রিম কোর্টে যে ঐতিহাসিক রায়, সেই মামলার বিচারপতিদের বেঞ্চের অন্যতম সদস্য ছিলেন বিচারপতি ধনঞ্জয় ওয়াই চন্দ্রচূড়। ব্যক্তি তথ্যের সংরক্ষণ মৌলিক অধিকার থেকে শবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশাধিকার বা অযোধ্য-বাবরি মসজিদ মামলা। একাধিক ঐতিহাসিক রায় দিয়েছেন বিচারপতি ধনঞ্জয় ওয়াই চন্দ্রচূড়।