দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবী ও আইনজীবী সহকারী এবং অন্যান্যদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তির জন্য একটি উপ-কমিটি গঠন করেছে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন।
আজ মঙ্গলবার (১ নভেম্বর) সমিতির সম্পাদক মো. আবদুন নুর দুলাল সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। এর আগে গত ৩০ অক্টোবর পাঁচ সদস্য বিশিষ্ট সাব কমিটি গঠন করা হয়।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহ-সভাপতি মোহাম্মদ হোসেনকে আহ্বায়ক করে কমপ্লেইন্ট এন্ড ভিজিলেন্স সাব-কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সমিতির কার্যকরী কমিটির সদস্য ফাতেমা বেগম, শাহাদাত হোসেন (রাজিব), গোলাম আক্তার জাকির এবং মোঃ মনজুরুল আলম (সুজন)।
এ সংক্রান্ত অভিযোগ জরুরি ভিত্তিতে নিষ্পত্তির জন্য সাব কমিটির সার্বিক সহযোগিতা কামনা করেছেন সমিতির সম্পাদক আবদুন নুর দুলাল।