টিআইএন থাকলেই আয়কর রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক!
অ্যাডভোকেট এ এন এম ইব্রাহিম খান

টিআইএন থাকলেই আয়কর রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক!

এ এন এম ইব্রাহিম খান : অনেকের ধারণা রিটার্ন দাখিল করলেই ট্যাক্স দিতে হবে, বিষয়টি কিন্তু এমন নয়। আপনার আয় করমুক্ত সীমার উপরে গেলেই কেবল ট্যাক্স দিতে হবে। করমুক্ত সীমা সাধারণ পুরুষের ক্ষেত্রে ৩ লাখ টাকা, মহিলা ও ৬৫ বছর বা ঊর্ধ্বের পুরুষ কিংবা তৃতীয় লিঙ্গের হলে ৩ লাখ ৫০ হাজার টাকা, গেজেটেড যুদ্ধাহত মুক্তিযোদ্ধার বেলায় ৪ লাখ ৭৫ হাজার টাকা এবং প্রতিবন্ধী হলে ৪.৫০ লক্ষ টাকা। অর্থাৎ এই পরিমাণ আয় হলে ইনকাম ট্যাক্স বা আয়কর দিতে হবে না।

চলতি বছর নতুন বাজেটে ৩৮ ধরনের সেবা পাওয়ার ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। যেসব সেবা পেতে রিটার্ন জমা দিতে হবে, সেগুলো হলো-

১. ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে পাঁচ লাখ টাকার বেশি ঋণ নিতে

২. কোনো কোম্পানির পরিচালক বা উদ্যোক্তা পরিচালক হতে

৩. আমদানি-রপ্তানি ব্যবসার সনদ থাকলে বা নতুন সনদ নিতে

৪. সিটি বা পৌর এলাকায় ট্রেড লাইসেন্স থাকলে বা নতুন সনদ নিতে

৫. ক্রেডিট কার্ড থাকলে বা নতুন কার্ড নিতে চাইলে

৬. ডাক্তার, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, প্রকৌশলী, স্থপতি, সার্ভেয়ারের মত পেশাজীবীদের সংগঠনের সদস্য হয়ে থাকলে বা সদস্য হতে চাইলে

৭. বিবাহ নিবন্ধকের লাইসেন্স পেতে হলে

৮. কোনো বাণিজ্য সংগঠনের সদস্য হলে বা সদস্য হতে চাইলে

৯. ড্রাগ লাইসেন্স থাকলে বা করাতে চাইলে

১০. দেশের যে কোনো জায়গায় বাণিজ্যিক বা শিল্প কারখানায় গ্যাস লাইন এবং সিটি করপোরেশন এলাকায় বাসা বাড়ির গ্যাস সংযোগ নিতে এবং আগের সংযোগ বজায় রাখতে

১১. নৌযানের সার্ভে সার্টিফিকেটের জন্য

১২. ইটভাটার অনুমোদন নিতে

১৩. ইংরেজি মাধ্যমের স্কুলে বা জাতীয় কারিকুলামের ইংরেজি ভার্সনের স্কুলে সন্তান বা পোষ্য ভর্তি করাতে

১৪. সিটি করপোরেশন এলাকায় বিদ্যুৎ সংযোগ নিতে

১৫. অস্ত্রের লাইসেন্স

১৬. আমদানির এলসি খুলতে

১৭. ডাকবিভাগে ৫ লাখ টাকার বেশি সঞ্চয়ী হিসাব খুলতে

১৮. যে কোনো ধরনের ব্যাংক অ্যাকাউন্টের স্থিতি ১০ লাখ টাকার বেশি হলে

১৯. পাঁচ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র কিনতে

১৯. উপজেলা, পৌরসভা, জেলা পরিষদ, সিটি করপোরেশন এবং সংসদ নির্বাচনে প্রার্থী হতে

২০. জমি বা বাসা ভাড়া দিলে, পরিবহন সেবার ব্যবসা করলে

২১. এমপিওভুক্ত শিক্ষকরা মাসে ১৬ হাজার টাকার বেশি পেলে

২২. চার চাকার যে কোনা মোটরগাড়ি নিবন্ধন, ফিটনেস নবায়ন , মালিকানা হস্তান্তর করতে

২৩. অনলাইনে যে কোনো ধরনের পণ্য বা সেবা বিক্রি করলে

২৪. সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্টের অধীনে গঠিত কোনো ক্লাবের সদস্য হলে

২৫. পণ্য সরবরাহের ঠিকাদারি কাজে টেন্ডার জমা দিতে

২৬.  আমদানি-রপ্তানির বিল অব এন্ট্রি জমা দিতে

২৭. ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী বা খুলনায় ভবন নির্মাণের নকশা অনুমোদনের জন্য।

২৮ আপনি কোন বেসরকারি প্রতিষ্ঠানে অফিসার হিসেবে কর্মরত থাকলেই আয়কর রিটার্ন দাখিল করতে হবে।

এছাড়া, স্বীকৃত প্রভিডেন্ট ফান্ড, অনুমোদিত গ্র্যাচুইটি ফান্ড, পেনশন ফান্ড, অনুমোদিত সুপারএন্যুয়েশন ফান্ড এবং শ্রমিক অংশগ্রহণ তহবিল ব্যতীত অন্যান্য ফান্ডের রিটার্ন দাখিলের প্রস্তাব করা হয়েছে।

এত দিন শুধু এসব খাতের সেবা নিতে রিটার্ন দাখিল বাধ্যতামূলক ছিল। কিন্তু এবার সেবাদাতা প্রতিষ্ঠানকে রিটার্ন দাখিলপত্র দেখার দায়িত্ব দেওয়া হয়েছে। যে দপ্তর বা প্রতিষ্ঠান থেকে এসব সেবা নেওয়া হবে, সেসব প্রতিষ্ঠান যদি সেবাগ্রহীতার কাছ থেকে রিটার্ন দাখিলের প্রমাণপত্র দেখতে না চেয়ে সেবা দিয়ে দেয়, তাহলে ওই প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানা করার বিধান রাখা হয়েছে।

লেখক : আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ঢাকা ও চট্টগ্রাম জজ কোর্ট এবং ঢাকা ও চট্টগ্রাম ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন।