আদালতকক্ষের সোফায় হঠাৎ সাপ, পিটিয়ে মারলেন বিচারপ্রার্থীরা
এজলাস (প্রতীকী ছবি)

আদালতের ভেতর ভিডিও বা ছবি ধারণ করা বৈধ কিনা?

ফৌজদারি কার্যবিধির ৩৫২ ধারার বিধান মোতাবেক আদালত একটি পাবলিক প্লেস। যেকোনো ব্যক্তির আদালতে প্রবেশ করার এবং আদালত থেকে বের হওয়ার অধিকার আছে। আদালত কক্ষের ছবি নেওয়া যাবে না কোনো আইনে এরকম সুস্পষ্ট বিধান পাওয়া যায়নি।

পাবলিক প্লেসে ছবি নিতে কোনো বাধা নেই যদি না ছবি তোলার বিষয়টি আদালত কর্তৃক নিষিদ্ধ না হয়। তবে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কেউ আদালত-কক্ষের ছবি নিলে আদালত ফৌজদারি কার্যবিধির ৩৫২ ধারায় প্রদত্ত ক্ষমতা বলে ছবি গ্রহণকারী ব্যক্তিকে আদালত থেকে বের করে দিতে পারে। 

ভারতে প্রচলিত ফৌজদারি কার্যবিধি সংশোধন করে বলা হয়েছে, কেউ আদালতের অনুমতি ব্যতীত আদালতকক্ষের স্থিরচিত্র বা ভিডিওচিত্র ধারণ করলে আদালত ঐ ব্যক্তিকে আদালত থেকে বহিষ্কার করতে পারবে।

উক্ত সংশোধনী ছাড়া ভারতে এবং বাংলাদেশে এতদ্‌সংক্রান্ত প্রচলিত আইনের বিধান প্রায় সম্পূর্ণই অভিন্ন হওয়ায় প্রচলিত আইন ব্যাখ্যা করে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে, আদালতের ছবি তোলা কিংবা ভিডিও ধারণ করা আইনত নিষিদ্ধ নয়। তবে আদালত নিষেধ করলে ঐ নিষেধাজ্ঞা অমান্য করে কাজটি করা অপরাধ।

মোহাম্মদ মনিরুজ্জামান; যুগ্ম জেলা ও দায়রা জজ রচিত ‘ইনভেস্টিগেশন এইড’ বই থেকে সংগৃহীত।