প্রশিক্ষণ নিতে ভারত যাচ্ছেন ৫০ বিচারক
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন ও ভারতের ভূপালে অবস্থিত ন্যাশনাল জুডিশিয়াল একাডেমী লোগো

প্রশিক্ষণ নিতে ভারত যাচ্ছেন ৫০ বিচারক

প্রশিক্ষণ নিতে ভারত যাচ্ছেন ৫০ বিচারক। দেশটির ভূপালে অবস্থিত ন্যাশনাল জুডিসিয়াল একাডেমী ও একটি স্টেট জুডিসিয়াল একাডেমীতে প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত স্মারক থেকে এ তথ্য জানা গেছে। স্মারকের তথ্যানুযায়ী আগামী ৬-১৬ ফেব্রুয়ারি এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ করে বিচার বিভাগীয় এসব সদস্যকে প্রশিক্ষণ গ্রহণের অনুমোদন দিয়েছে সরকার। প্রশিক্ষণের জন্য অনুমোদনপ্রাপ্ত বিচারকদের তালিকা দেখতে লিংকে ক্লিক করুন।

প্রশিক্ষণের যাবতীয় ব্যয় ভারত সরকার বহন করবে। এতে বাংলাদেশ সরকারের কোনো আর্থিক সংশ্লেষ নেই।