পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ও সাপ্তাহিক ছুটিসহ কোর্টের অবকাশ শেষে আগামী রোববার (৩০ এপ্রিল) খুলছে সুপ্রিম কোর্ট। এদিন থেকে দেশের সর্বোচ্চ আদালতের উভয় (আপিল ও হাইকোর্ট) বিভাগের নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হবে।
এজন্য হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম পরিচালনার জন্য ১০টি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আগামী ৩০ এপ্রিল সকাল সাড়ে ১০টা থেকে এসব বেঞ্চে বিচারকার্য পরিচালিত হবে।
বিভিন্ন বিচারিক এখতিয়ারসম্পন্ন বেঞ্চসমূহ দেখতে লিংক ক্লিক করুন
আরও পড়ুন : ঈদের ছুটিতে হাইকোর্টের ৮ বেঞ্চে চলবে বিচারকাজ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ও সাপ্তাহিক ছুটিসহ কোর্টের অবকাশে গত ৭ এপ্রিল থেকে দেশের সর্বোচ্চ আদালতের উভয় (হাইকোর্ট ও আপিল) বিভাগের নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ রয়েছে। তবে এসময় হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য অবকাশকালীন বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।