একই আদেশের বিরুদ্ধে দুই আবেদন, আইনজীবীকে তলব
বাংলাদেশ সুপ্রিম কোর্ট

ঈদের ছুটিতে হাইকোর্টের ৮ বেঞ্চে চলবে বিচারকাজ

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ও সাপ্তাহিক ছুটিসহ কোর্টের অবকাশে আগামী ৭ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত দেশের সর্বোচ্চ আদালতের উভয় (হাইকোর্ট ও আপিল) বিভাগের নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।

তবে এসময় হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য অবকাশকালীন বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

আজ রোববার (২ এপ্রিল) সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে। প্রধান বিচারপতির নির্দেশনা সংক্রান্ত নোটিশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।

নোটিশের ভাষ্য মতে, বিভিন্ন বিচারিক এখতিয়ার সম্পন্ন ৮টি অবকাশকালীন বেঞ্চ গঠন করা হয়েছে। এর মধ্যে ৩টি একক ও বাকি ৫টি দ্বৈত বেঞ্চ রয়েছে। আগামী ৯ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত এসব বেঞ্চে হাইকোর্ট বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি শুনানি ও নিষ্পত্তি করা হবে।

অবকাশকালীন বেঞ্চসমূহ দেখতে লিংক ক্লিক করুন