অ্যাসিড নিক্ষেপের দায়ে মা-মেয়ের যাবজ্জীবন
আদালত ভবন, চট্টগ্রাম

যৌতুকের মামলায় আইনজীবী কারাগারে

চট্টগ্রামে যৌতুক নিরোধ আইনে স্ত্রীর করা মামলায় এক আইনজীবীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (২১ মে) সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দে এর আদালত এই আদেশ দেন।ওই আদালতের বেঞ্চ সহকারী বে.এ এস এম নূরে খোদা এ তথ্য জানান। তিনি বলেন, ‘শুভ ধর নামে এক আইনজীবী যৌতুকের মামলায় আজ আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত শুনানি শেষে জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।’

শুভ ধর (৩৮) চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য। তিনি পটিয়া থানার বরিয়া ছনহরা এলাকার দেবেন্দ্র মাস্টারের বাড়ির অশোক কুমার ধরের ছেলে।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৬ সালের ৬ ফেব্রুয়ারি আইনজীবী শুভ ধরের সঙ্গে এক তরুণীর বিয়ে হয়। তাদের ঘরে একটি ছেলেও আছে। বিয়ের পর যৌতুকের দাবিতে শুভ ও তার পরিবারের লোকজন ওই তরুণীকে চাপ দিতে থাকে এবং শারিরীক নির্যাতন করে বাসা থেকে বের করে দেয়। পরে ওই তরুণী তার বাবার বাসায় আশ্রয় নিলে আইনজীবী শুভ সেখানে গিয়েও যৌতুকের টাকা খুঁজে না হয় তাকে হত্যা করার হুমকি দেয়। এ ঘটনায় তার স্ত্রী লিগ্যাল এইড এর সহযোগিতায় আদালতে মামলা করেন।