ফরিদপুরে ৩ শ্রমি‌কের মৃত্যু ঘটনায় কি ব্যবস্থা, জানানোর নির্দেশ আদালতের

ফরিদপুরে ৩ শ্রমি‌কের মৃত্যু ঘটনায় কি ব্যবস্থা, জানানোর নির্দেশ আদালতের

ফরিদপুরের সদরপুর উপজেলার একটি খালের ওপর নির্মাণাধীন সেতুর পাইলিংয়ের জন্য খনন করা মাটি ধসে তিন শ্রমিকের মৃত্যুর ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, তা জানাতে নির্দেশ দিয়েছেন আদালত।

শ্রমিক মৃত্যুর বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে আজ মঙ্গলবার (৬ জুন) ফরিদপুর ২নং আমলী আদালতের বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাওন হোসেন স্বপ্রণোদিত এ আদেশ দেন।

ফরিদপুরের সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এ নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১৮ জুন এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

এর আগে গত ৩১ মে উপজেলার ভাষাণচর ইউনিয়নের জমাদার ডাঙ্গী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকেরা হলেন বাগেরহাটের মোল্লাহাট উপজেলার উদয়পুর উত্তরকান্দি গ্রামের আল আমিন খাঁর ছেলে জাবেদ খাঁ (২৩), ফরিদপুর সদর উপজেলার কবিরপুর গ্রামের আফজাল শেখের ছেলে অন্তর শেখ (২২) ও কুজুরদিয়া গ্রামের ইসমাইল মীরের ছেলে জুলহাস মীর (২০)।

নাম প্রকাশ না করার শর্তে সেতুতে কর্মরত দুই শ্রমিকের বরাত দিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, তাঁরা বারবার ঠিকাদারি প্রতিষ্ঠানকে জানালেও মাটি সরানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। মাটির পাশে গাইড দেওয়ার কথা বলা হলেও তারা তা করেনি। উল্টো শ্রমিকদের হুমকি দিয়ে কাজ করতে বাধ্য করা হচ্ছিল।