সুপ্রিম কোর্ট অঙ্গনে বিএনপি ও আওয়ামী সমর্থিত আইনজীবীদের মধ্যে দীর্ঘদিনের চলমান অস্থিতিশীলতা নিরসনে প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা করেছে বাংলাদেশ আইনজীবী কংগ্রেস।
আজ বুধবার (৭ জুন) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রবেশমুখে এক মানববন্ধনে সংগঠনটির নেতারা এই দাবি জানান।
বাংলাদেশ আইনজীবী কংগ্রেসের সুপ্রিম কোর্ট বার শাখার আহবায়ক অ্যাডভোকেট মো. শামসুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন।
আরও পড়ুন : সুপ্রিম কোর্টে বারে ভাঙচুর : খোকন-কাজলসহ ২৫ জনের নামে মামলা
বিশেষ অতিথি হিসেবে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলাম ও কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট মো. আব্দুল আওয়াল।
আরও পড়ুন : সুপ্রিম কোর্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন
মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের ঢাকা বার শাখার নেতা আইনজীবী আব্দুর রউফ খান, দেবদাস সরকার, মো. সাইফুল আলম ফুয়াদ, ফকির আব্দুল মুজিদ প্রমুখ।