টিআরপি বাতিলের দাবিতে কুমিল্লায় কর আইনজীবীদের মানববন্ধন

টিআরপি বাতিলের দাবিতে কর আইনজীবীদের মানববন্ধন

টিআরপি (ট্যাক্স রিটার্ন প্রিপেয়ার্ড) বাতিলসহ বিভিন্ন দাবিতে কুমিল্লায় মানববন্ধন করেছেন কর আইনজীবীরা। দাবিগুলোর মধ্যে রয়েছে- আইটিপি (ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার) নিয়োগ, আইনজীবীদের রাজস্ব ভবনে বসার দাবি, এনবিআর ভবনে পেশাদার কাজে প্রবেশে ভিজিটিং কার্ড বাতিল এবং এনবিআরের অবৈধ ও দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের অপসারণ।

বুধবার (৭ জুন) কুমিল্লা কর কমিশনারের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে কর অঞ্চল কুমিল্লার অতিরিক্ত কমিশনার শামিমা ইসলামের কাছে নিজেদের দাবিগুলো তুলে ধরে স্মারকলিপি দেন আইনজীবীরা।

কুমিল্লা কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. ইরফানুল হাসানের সঞ্চালনায় ও কুমিল্লা কর আইনজীবী সমিতির সভাপতি আশরাফ উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন নোয়াখালী কর আইনজীবী সমিতির সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ফটন সাহা, ব্রাহ্মণবাড়িয়া কর আইনজীবী সমিতির সভাপতি মানছুরুল হক মনা, সাধারণ সম্পাদক মহিতোষ রায়, লক্ষ্মীপুর কর আইনজীবী সমিতির সভাপতি মো. শাজাহান ও চাঁদপুর কর আইনজীবী সমিতির সভাপতি আব্দুল্লাহ আল ফারুক।

মানববন্ধনে বক্তারা বলেন, রাজস্ব ভবনের কিছু কর্মকর্তা আমাদের ঠকাতে চান। তাই তারা টিআরপি নিয়োগ করেছেন। একটা দালাল শ্রেণি তৈরি করে তারা আমাদের কাজ বাধাগ্রস্ত করছেন। অবিলম্বে অবৈধ, অযোগ্যদের সরিয়ে আইটিপি নিয়োগ দিতে হবে। নইলে আমরা কঠোর আন্দোলনে যাব।

এসময় কর আইনজীবী সমিতি কুমিল্লা অঞ্চলের শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

মানববন্ধন হয়েছে মৌলভীবাজারেও

মৌলভীবাজার জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে জেলা ইনকাম ট্যাক্স অফিসের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৭ জুন) জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক এসআরনং ১৬৮ আইন/আয়কর/২০২৩ ইং প্রস্তাবিত টিআরপি-২০২৩ বিধিমালা বাতিলের দাবিতে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মৌলভীবাজারে কর আইনজীবী সমিতির মানববন্ধন

জেলা কর আইনজীবী সমিতির সভাপতি বদরুল হোসেনের সভাপতিত্বে এবং এড. বদরুল হোসেন চৌধুরী মুকুলের পরিচালনায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন আয়কর আইনজীবী বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান, এড. আশরাফুল ইসলাম, আয়কর আইনজীবী ফজলুল করিম ময়ূন, এড. মকবুল হোসেন, এড. মগনু মিয়া, এড. মির্জা ছয়েফ উদ্দিন বেগ, এড. আবু বকর, এড. কমলেন্দু ভট্টাচার্য্য, এড. মামুনুর রশীদ, আয়কর আইনজীবী আবু রেজা সিদ্দিকী ইমন, আয়কর আইনজীবী রায়হান বক্ত আনছারী, এড. মামুনুর রশীদ ও আয়কর আইনজীবী মো: এবাদুর রহমান শামিম প্রমুখ।