ভুয়া মালিক সাজিয়ে ক্ষতিপূরণের ১ কোটি ৬২ লাখ ৯৭ হাজার টাকা তুলে নেওয়ার মামলায় এক ব্যক্তিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুনসী আবদুল মজিদ গত বুধবার (১৪ জুন) এ আদেশ দেন।
কারাগারে প্রেরিত আবদুল কুদ্দুস নামের ওই ব্যক্তি চট্টগ্রাম জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখার কানুনগো।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মুজিবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুদকের করা মামলার আসামি আবদুল কুদ্দুস আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। এ সময় দুদকের পক্ষ থেকে বিরোধিতা করা হয়। পরে শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠিয়ে দেন।
আদালত সূত্র জানায়, চট্টগ্রামের সীতাকুণ্ডের একটি প্রতিষ্ঠানের কারখানার জন্য সাহামামুদপুর মৌজার ২৫ দশমিক ৫৫ একর ভূমি অধিগ্রহণ করা হয়। অধিগ্রহণ করা ভূমির মালিকানার ভুয়া কাগজপত্র দেখিয়ে ২০১৪ সালের ৮ ফেব্রুয়ারি ১ কোটি ৬২ লাখ ৯৭ হাজার ১৫৭ টাকার দুটি চেক ইস্যু করা হয়। পরে টাকাগুলো উত্তোলন করে নেওয়া হয়।
এই ঘটনায় দুদক তৎকালীন জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা শাহাদাত হোসেন, সার্ভেয়ার শহীদুল ইসলাম ও এস এম নাদিম এবং নগরের কোতোয়ালির অজয় দাশকে আসামি করে মামলা করে।
বর্তমানে এই মামলায় অজয় আগে থেকে কারাগারে রয়েছেন। শাহাদাত সম্প্রতি জামিনে মুক্তি পান।