ডেপুটি অ্যাটর্নি জেনারেল কামাল উদ্দিনের মৃত্যুতে প্রধান বিচারপতির শোক
সুপ্রিম কোর্টের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট কামাল উদ্দিন আহাম্মদ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল কামাল উদ্দিনের মৃত্যুতে প্রধান বিচারপতির শোক

দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট কামাল উদ্দিন আহাম্মদ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

চট্টগ্রাম নগরীর লালখান বাজারের বাসায় মঙ্গলবার (৪ জুলাই) গভীর রাতে তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন চট্টগ্রামের জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী।

কামাল উদ্দিন আহমেদ ১৯৪৮ সালে চট্টগ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলা পরিচালনায় কামাল উদ্দিন আহাম্মদের দক্ষতা আলোচিত ছিল। ২০১১ সালের নভেম্বরে অভিযোগ গঠন হওয়া সে মামলার রায় ঘোষণা হয় ২০১৪ সালের জানুয়ারিতে। পরে ২০১৫ সালের ফেব্রুয়ারিতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পান কামাল উদ্দিন আহাম্মদ।

প্রধান বিচারপতির শোক

কামাল উদ্দিন আহমেদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।