দেশের সর্বোচ্চ আদালতে আইনজীবীদের সংগঠন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মোমতাজ উদ্দিন ফকিরের জন্মদিন আজ।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির টানা দুই বারের সভাপতি মোমতাজ উদ্দিন ফকির ১৯৬১ সালের আজকের দিনে (৩ আগস্ট) কিশোরগঞ্জের অষ্টবর্গ গ্রামে জন্মগ্রহণ করেন।
আইন বিষয়ে পড়াশোনা শেষে ১৯৮৮ সাল থেকে সুপ্রিম কোর্টে নিয়মিত আইন পেশায় নিয়োজিত আছেন।
আইনজীবীদের ভালবাসা ও ভোটে জনপ্রিয় এই আইনজীবী নেতা একাধিকবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদকীয় পদে নেতৃত্ব দিয়েছেন। এর মধ্যে ১৯৯৪-১৯৯৫ মেয়াদে ‘সহ-সম্পাদক’ এবং ২০০১-২০০২ মেয়াদে ‘সম্পাদক’ নির্বাচিত হন।
সমিতির দায়িত্ব পালনে দল, মত ও সকল দুর্নীতির উর্ধ্বে থেকে পেশার মর্যাদা ও অধিকার রক্ষার পাশাপাশি উল্লেখযোগ্য অবদান রাখায় সর্বদা সচেষ্ট সুপ্রিম কোর্টের এই সিনিয়র আইনজীবী।
এছাড়া দীর্ঘ এক দশক (২০১০-২০২০) রাষ্ট্রের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন তিনি। আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লড়াইয়ে গ্রেফতার ও বিনা বিচারে কারাবরণ করতে হয়েছে তাঁকে।