শোক দিবসে সুপ্রিম কোর্টে রক্তদান কর্মসূচি
জাতীয় শোক দিবস উপলক্ষে সুপ্রিম কোর্টের বিভিন্ন কর্মসূচি

শোক দিবসে দোয়া, মিলাদ ও গণ ভোজের আয়োজন আইনজীবীদের

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকীতে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে আইনজীবীরা।

এতে কোরআন খতম, মিলাদ, দোয়া এবং সব ধর্মের প্রার্থনার আয়োজন করা হয়েছে।

আইন পেশায় নিয়োজিত ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আইনজীবীদের সমর্থনে আগামীকাল মঙ্গলবার (১৫ আগস্ট) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এসব কর্মসূচি অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনশোক দিবসে সুপ্রিম কোর্টে রক্তদান কর্মসূচি

এদিন সকাল ৯টায় কোরআন খতম ও নিহতদের স্মরণ ও শ্রদ্ধায় পুষ্পস্তবক অর্পণ করা হবে। এছাড়া প্রার্থনা পরবর্তী দুপুর ১২টায় গণ ভোজের আয়োজন করা হয়েছে।