নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে অবস্থান নিয়ে বরখাস্ত হওয়া ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদ ভূঁইয়া অবশেষে প্রকাশ্য এসেছেন।
আজ সোমবার (১৬ অক্টোবর) সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে তাকে দেখা যায়।
আরও পড়ুন: ড. ইউনূসের বিরুদ্ধে ‘বিবৃতিতে’ সই করবেন না ডেপুটি অ্যাটর্নি জেনারেল
তিনি জানান, ব্যক্তিগত মামলার কারণে সুপ্রিম কোর্টে এসেছেন তিনি। বরখাস্ত করার পর আজই প্রকাশ্য এলেন তিনি।
আরও পড়ুন: সেই ডেপুটি অ্যাটর্নি জেনারেলের নেমপ্লেট খুলে ফেলা হয়েছে!
এসময় তিনি তার এক ক্লায়েন্টের সঙ্গে কথা বলছিলেন।
আরও পড়ুন: কাউকে খুশি করার জন্য ডিএজি এমরান এ বক্তব্য দিয়েছেন: অ্যাটর্নি জেনারেল
এর আগে তাকে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদ থেকে সরিয়ে দেওয়ার পর গত ৮ সেপ্টেম্বর নিরাপত্তাহীনতায় ভোগার কারণ দেখিয়ে ঢাকাস্থ মার্কিন দূতাবাসে পরিবারসহ আশ্রয় চেয়ে ব্যাপক আলোচনায় আসেন তিনি।