রাজধানীর বনানী সোসাইটির দ্বি-বার্ষিক সাধারণ সভা ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ২০২৩-২৪ সেশনের জন্য সাধারণ সম্পাদক পদে সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ সাঈদ আহমেদ রাজা নির্বাচিত হয়েছেন।
গত ১৪ অক্টোবর বনানী মডেল স্কুলে দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।
তরুণ আইনজীবীদের আইকন খ্যাত সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও বাংলাদেশ বার কাউন্সিলের সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত সদস্য এবং কমপ্লেইন্ট এন্ড ভিজিলেন্স কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সাঈদ আহমেদ (রাজা) ১৯৭৬ সালের ২৭ মার্চ জন্মগ্রহণ করেন। তাঁর বাবা বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান, গরীবের আইনজীবী খ্যাত প্রয়াত সিনিয়র অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার।
১৯৯৪ সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি পাশের পর বাবা আবদুল বাসেত মজুমদারের ঘনিষ্ঠজন তৎকালীন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আমিনুল হক, বার কাউন্সিলের সে সময়কার লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার এম আমীর-উল ইসলামসহ বার কাউন্সিলের তৎকালীন নির্বাচিত অন্যান্য সদস্যদের পরামর্শে ভারতের বেঙ্গালুরুতে অবস্থিত ন্যাশনাল ল’ স্কুল অব ইন্ডিয়া ইউনিভার্সিটিতে আইন পড়তে যান। সেখান থেকে বিএ এলএলবি শেষ করে তিনি দেশে ফিরে আসেন।
পরবর্তীতে ২০০০ সালে তিনি বার কাউন্সিলে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়ে আইন পেশায় নিয়োজিত হন। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। হয়েছেন আপিল বিভাগের আইনজীবীও। আপিল বিভাগের জ্যেষ্ঠ আইনজীবীদের তালিকাভুক্ত হয়েছেন বয়স বিবেচনায় সর্বকনিষ্ঠ এই আইনজীবী।
আইন অঙ্গনে সদালাপী, পরোপকারী হিসেবে পরিচিত অ্যাডভোকেট রাজা মানুষ হিসেবে যেমন ভাল, তেমনি মেধাবী আইনজীবী। তাঁর প্রয়াত পিতা অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার সারাজীবন সমগ্র আইনজীবীদের কল্যাণে কাজ করে গেছেন। আইন পেশার উন্নয়ন ও কল্যাণে তাঁর ভূমিকা সুবিদিত, সর্বজনস্বীকৃত।